ধ্বংস আসে ভুল থেকে
সত্য কথা বটে;
সত্য নিয়েই চাপান উপর
চিরদিনই ঘটে।

ওই মিথ্যা আসে তাড়াতাড়ি
সত্য দেরি করে;
যুক্তি-তর্কে আমরা সবাই
থাকি একটু ঘোরে।

চাইলে পরেই যায় না পাওয়া
সকল কিছু হাতে;
সুখে থাকতে হয় আমাদের
যাহা হাতে জোটে।

৩০শে ভাদ্র, ১৪৩১,
ইং ১৬/০৯/২০২৪,
সোমবার সন্ধ্যা ৭:১৯। ২৪৯৬, ২২/১৮৪,
১৮/০৯/২০২৪।