খরের ঘরে সুখের ঘুম
ইট পাথরে নয়;
ধনের গরম বড়ই কঠিন
মিত্র শত্রু হয়।
গরিবের থাকে মনুষ্যত্ব
ধনী সমাজ ছাড়া;
গরিবের ধন চুষে নিয়ে
ভরছে তারা ঘড়া।
সুখের সংজ্ঞা কি হবে
সুখ বেশি না দুখ?
গরিব ঘুমায় নিশ্চিন্তে
ধনীর ভার মুখ।
দুর্লভ এই জীবনটা যদি
টানাহ্যাচড়ায় যায়;
অন্তরের সেই আত্মতৃপ্ত
বলো মিলবে কোথায়?
কিসের সুখ ধনের নেশায়?
সুখের সম্বল ছেড়ে;
ধনের প্রলোভন নিচ্ছে দেখি
সকল সুখ কেড়ে।
১৭ই অগ্রাহায়ন, ১৪৩১,
ইং ০৩/১২/২০২৪,
মঙ্গলবার রাত ১১:৪২। ২৫৭৫, ২৩/১৭৬,
০৬/১২/২০২৪।