ওই ধনতন্ত্র দেয় মন্ত্রণা
বিশ্বে অশান্তির কারণ;
আমরা মানুষ বুঝবো কবে
বুঝতে ও কি বারণ?
চিত্ত চেতনায় উদ্বুদ্ধ যারা
এই সমাজে ভাবি;
সবাই কি তাঁরা বুঝতে পারে
কোথায় চেতনার চাবি?
উজান ঠেলে চলতে কষ্ট
স্রোতে ভাসায় গা;
জ্ঞানের মান কোথায় বলো
আমরা দেখি যা?
মানুষ নামের কলঙ্ক আমরা
ভাবতে কষ্ট লাগে;
কেমন করে উঠবে জেগে
আপন শক্তি মেগে।
যুগের সাথে তাল মিলিয়ে
আমার এই লেখা;
ঐ অপেক্ষাতে থাকবো সবাই
হয়তো যাবে দেখা।
৮ই মাঘ, ১৪৩০,
ইং ২৩/০১/২০২৪,
মঙ্গলবার রাত ২৩:৩০। ২২৫৮, ২০/৮০, ২৫/০১/২০২৪।