বাইডেন যাবে ট্রাম্প আসবে
জামাত ইউনুস ফরাসি যাবে।
ধনতন্ত্রের রূপ হয় যে এটা
জনগণের মাথা হলে মোটা।

মোদি মমতা পার্থক্য কোথায়
ধর্মের জিগীর শুনি হেথায়।
মানুষ যদি মানুষ না হয়
দেশের সুশাসক পাবে কোথায়?

ওই ব্যক্তি স্বার্থের ধনতন্ত্র
থই পায় না কোন তন্ত্র;
গরিবের ধন লুট করে
পকেট ভরার সেই মন্ত্র।

মরছে মানুষ মরুক সবাই
কষ্ট কিসের বলো তো তাই?
আজকে না হয় কালকে মরবে
ধনতন্ত্রের যুদ্ধ চলছে ভাই।

৯ই মাঘ, ১৪৩১,
ইং ২৩/০১/২০২৫,
বৃহস্পতিবার রাত ১২:২৩। ২৬২৪,