ধর্ম যারে বল তুমি
সেটা ধর্ম নয়;
ধর্মের নামে এটাকেই
পাই বড় ভয়।
বাংলায় মন্দির মসজিদ দিয়ে
কিছু মানুষ করছে উপার্জন;
ধর্মের নামে এটাই ব্যবসা
হচ্ছে আত্মার বিনাশন;
আপনজনদের ঠকিয়ে খায়
কিছু গোরা মানুষ করছে সমর্থন;
এরই ফল ওই বাঙালী জাতির
হবেই হবে ধ্বংসের কারণ।
ধর্মমত বাস্তব সনাতন
প্রকৃতি যা শেখায়;
গুরুরূপী শয়তানদের শেখানো বুলি
তাহা ধর্ম নয়।
সূর্য ওঠে অস্ত যায়
জন্ম মৃত্যুর মতো;
ধর্ম আমরা তারেই বলি
প্রকৃতি শেখায় যত।
পরের ক্ষতি করে শয়তান
বেঁচে থাকার চেষ্টা করে;
চক্ষু মেলে তাকিয়ে দেখো
ওই শয়তানরা কি করে?
সাধু সাজে মালা পরে
ব্যক্তি স্বার্থে গলা কাটে;
সেই আবার সাধু সেজে
আসন নেয় তোমার বাটে।
চিনতে হবে জানতে হবে
শয়তানদের ওই ছল;
তবেই তুমি পারবে বন্ধু
ভাগ করতে ধর্মে মেশানো জল।
দীপ্ত প্রতিবাদ কে সমর্থন করছি। তোমরাই হতে পারো রাজা রামমোহন রায় ও বিদ্যাসাগরের মতো সমাজ সংস্কারক ।
ঝড় তোলো আগুন জ্বালো
শয়তানদের পুড়িয়ে মারো।
যারা ধ্বংস করছে মানবতাবোধ
আজ করতেই হবে তাদের রোধ।
না হলে হারিয়ে যাবে মানব সমাজ
বাংলা হবে শয়তানের রাজ।
৩রা জৈষ্ঠ, ১৪৩১,
ইং ১৭/০৫/২০২৪,
শুক্রবার সকাল ৯:৪৪। ২৩৭৬, ২১/০৫/২০২৪।