গায়ের জোরে যায় না শেখা
শিখতে ধৈর্য লাগে;
ধৈর্য ছাড়া এই জীবনটা যে
লাগবেই না কাজে।

খাইতে ধৈর্য, শিখতে ধৈর্য
ধৈর্য জীবন চাকা;
নাহলে উত্তরণ হবেনা জেনো
চেতনার পাত্র ফাঁকা।

জ্ঞানের কৌশল ধৈর্যই বড়
গুণীজনের গুণ;
ঐ সুস্বাদু হয় খাবার দেখো
দিলে পরে নুন।

ধৈর্য এই জীবনের ঐশ্বর্য
বিকল্প তার নাই;
জীবন পথে চলতে চলতে
সেই শিক্ষাই পাই।

২৩শে আষাঢ়,১৪৩১,
ইং ০৮/০৭/২০২৪,
সোমবার সকাল ৮:২৭। ২৪২৬,২১/১৯৮,
১০/০৭/২০২৪।