দেশটা আমার বাংলাদেশ
বিপদ যে তার ভারি;
দালাল চক্রের হাত ধরে
মান খোয়ালো তারই।

দেশ গরিব থেকে উন্নয়নশীল
হয়ে উঠলো যবে;
বিদেশে থাকা ওই দালালেরা
মাথা খারাপ ভেবে।

বাংলা দেশের শত্রুর সাথে
হাত মিলালো ওরা;
বিদেশে বসে পরিকল্পনা করে
অশান্তি বাঁধালো তারা।

লোভে পাপ আর পাপে মৃত্যু
বুঝি এমনতরই হয়;
দেশের মঙ্গল বিসর্জন দিয়ে
আনে জাতির পরাজয়।

জাতির পিতার মাথায় প্রসাব করে
নিশ্চয়ই বাঙালি তারা নয়;
সভা করে তারাই আবার
পাকিস্তানের জয়ধ্বনি দেয়।

ক্ষমতার লোভ অর্থের লোভ
হয়ে লোভেই আত্মহারা;
বিদেশি শত্রুর অর্থের জোরে
বিবেক হারালো তারা;

হাজার হাজার পুলিশ মরলো
মরলো মানুষ দেশের;
বিচার যে এদের হতেই হবে
বুঝি দৃশ্যটা ঐ শেষের।

১৬ই অগ্রাহায়ন, ১৪৩১,
ইং ০২/১২/২০২৪,
সোমবার বিকেল ০৫:০৩। ২৫৭৩, ২৩/১৭০
০৪/১২/২০২৪।