অতীতের প্রশাসন হেরে গেছে
তাদের ভুলের জন্য;
তাদের তাড়িয়ে ক্ষমতায় এলো
বলবো কি ওরা বন্য?
আবেগে মেতে ধ্বংস করে
দেশের সম্পদ যারা;
ভালো হতে পারে না কভু
নির্বোধ হবেই তারা।
তাদের হাতে দেশের ভার
ভাবতে কষ্ট হয়;
নিজের পায়ে কুড়োল মেরে
করলো বুঝি জয়।
দেশ শাসনটা বড় কঠিন
জ্ঞানের প্রয়োজন;
দেশপ্রীতি আর অর্থনীতি
হতেই হবে মূলধন।
৯ই ভাদ্র, ১৪৩১,
ইং ২৬/০৮/২০২৪,
সোমবার বিকেল ৪:৫৮। ২৪৭৪, ২২/১২৬,
২৭/০৮/২০২৪।