দেখো আর শেখো
জনসেবা কারে কয়?
ওই নিঃস্বার্থ সেবায়
মনুষ্যত্ব প্রস্ফুটিত হয়।
বহুরূপে সমাজ সেবা
চন্দন কপালে পরে;
প্রতিশ্রুতির ফুলঝুরি ছড়ায়
যেন রাজাধীরাজ ওরে।
শোষণ যাদের ধ্যান জ্ঞান
বোঝেনা নিজেরে ছাড়া;
ঈশ্বরের অবতার রূপে
নিজেই সম্মুখে খাড়া।
বিস্ময় হতবাক হই
দেখে তার দৃষ্টি;
নিজেরেই স্রষ্টা ভাবে
এ কোন অনাসৃষ্টি।
নিজেরে নিজের পিতা
ভাবে যে জন;
মানুষ নয় সেজন
চিহ্নিত হবে রূপে দুর্জন।
শুধু সময়ের অপেক্ষা
রাখো ধরে বীক্ষা;
হবেই হবে একদিন
সেই চরম শিক্ষা।
৬ই জৈষ্ঠ, ১৪৩১,
ইং ২০/০৫/২০২৪,
সোমবার সকাল ৯:০৭। ২৩৭৭, ২১/৮৪
২৩/০৫/২০২৪।