দর্শনের পথিকৃৎ ভারতবর্ষে
যুক্তি তর্কে নির্ভর।
তাহাকেই ওই মূলধন করে
আজ পৃথিবী উর্বর।

সবাই এগিয়ে গেল শুধুই-
আমরা পারলাম না;
অন্তরে দুঃখ হয়, কষ্ট হয়,
পেয়ে সেই যাতনা।

এই দেশে বৌদ্ধমতে সাম্যবাদ
এনে ছিলেন বুদ্ধ
হাতের কাছে পেয়েও তাহা
হলাম নাতো শুদ্ধ।

বিজ্ঞানেও পিছিয়ে ছিল না
এই ভারত বর্ষ;
ভারতের রত্ন পেয়েই বিদেশীরা
জ্ঞান গরিমায় হর্ষ।

আমাদের আলো আজ অস্তমিত
আঁধার নেমে এলো;
জানিনা ব্যক্তিস্বার্থের এই দেশে
কেমনে জ্বলবে আলো?

দেখি শিক্ষা নিয়ে মিথ্যাচার
ওই চলছে অহরহ;
আর ধর্ম জাতের কঠিন বন্ধন
আজও বহমান ওহো!

২৩শে আষাঢ়,১৪৩১,
ইং ০৮/০৭/২০২৪,
সোমবার বিকেল ৬:২০। ২৪২৫,২১/১৯৯,
০৯/০৭/২০২৪।