দাঁড়িয়েছিলাম ওই পথের পাশে
দৃষ্টি পড়ল হোতা;
বছর চব্বিশের এক গরীব ছেলে
মুখটা ভরা ব্যথা।

জীর্ণ বসন আর শীর্ণ দেহ
বিভ্রান্ত তার দৃষ্টি;
ছুটতে চাইলেও পারেনা ছুটতে
এ কোন অনাসৃষ্টি।

হয়তো পিতার একমাত্র সন্তান
বেকার ঘুরে মরছে,
চাকরি নাই পয়সা নাই
দরজায় দরজায় ঘুরছে।

তারে যদি কেউ প্রস্তাব দেয়
দেব লাখো টাকা;
পরম শত্রুকে নিধন করতে
হোকনা প্রস্তাব ফাঁকা।

হয়তো প্রথম চমকে উঠবে
শুনে খুনের কথা;
"না" ছাড়া কি কথা আসে
সরল সহজ মাথা।

খানিক ভেবে হয়তো বলবে
ওই অভাবের বড় জ্বালা;
পেটের জ্বালায় আর পারে না
পরে গলায় খুনির মালা।

তাই তো দেখি গ্রাম বাংলায়
বেকার শয়ে শয়ে;
রাজনীতিতে নাম লেখাচ্ছে
ধন্য কর্ম পেয়ে।।

ভোট দখলের যন্ত্র তারা
নেতা-নেত্রীর শক্তি;
খুনির তকমা গায় লাগিয়ে
দেখায় কত ভক্তি।

আখেরে তাঁদের কি লাভ হবে
জেল কিংবা ফাঁসি?
সংসারটাকে চালানোর জন্য
মুখে রাখে হাসি।

২৬শে আষাঢ়,১৪৩১,
ইং ১১/০৭/২০২৪,
বৃহস্পতিবার রাত ১২:৩২।২৪২৬,২২/০২
১১/০৭/২০২৪।