খর তপ্ত জৈষ্ঠ মাসে
গাছের পাতা ঝরে;
বৃষ্টি এলে আবার তাহা
সবুজ হয়ে ভরে।

দেওয়া নেওয়ার এই যে ধারা
জীবের মধ্যে চলে;
প্রেম প্রীতির জীবন গীতি
এই কথাই বলে।

আমরা কেন বুঝতে নারি?
বুঝার কথা ছিল;
মানুষ হয়ে জনম নিয়ে
কিসের শিক্ষা পেল?

সুখের পরে দুঃখ আসবে
দুঃখের পরে সুখ;
তবু সেই ভালোর কথায়
খোলে না তো মুখ।

তপ্ত সুরে রপ্ত করে
নিজ ভাবনা যত;
দম্ভ সুখে স্বপ্ন দেখে
করে নিজের মত।

অজ্ঞানিকে জ্ঞানী বলি
আমরা মূঢ় যত;
তাই নিয়ে কি যায় চালানো
জীবন যুদ্ধ শত।

১৯শে শ্রাবন,১৪৩১,
ইং০৪/০৮/২০২৪,
রবিবার রাত ১১:১৫। ২৪৫২,২২/৭৩,
০৫/০৮/২০২৪,