সুখ ও দুঃখ দুই পাল্লায়
সমান সমান থাকে;
পিছনে বলো, সম্মুখে বলো
সমতা বলো যাকে।
তুলা দন্ডে ন্যায়-অন্যায়
যেমন ভাবে মাপে;
সুখ দুঃখ তেমনি ভাবেই
জীবন পথে থাকে।
যে পথটা পেরিয়ে এলে
তাহা বাস্তব অভিজ্ঞতা;
ভবিষ্যৎটা আসবে বলে
পায়ে সে যে মান্যতা।
আজ যাহা পেলাম আমি
কাল তো চাইবো না;
নতুন কিছু পাবার আশায়
থাকে আনন্দ ভাবনা।
না পাওয়াটায় আনন্দ বেশি
পেলেই পুরাতন হয়;
পেলে পরেই সুখ থাকেনা
তাই সুখের বড় ভয়।
সুখ যে আসে ক্ষণিক তরে
দুঃখের সময় বড়;
ওই সমতাটা রাখতে গিয়ে
হয় কালবৈশাখী ঝড়ো।
চাওয়াটা যদি সুখের হয়
পাওয়াটা হয় দুঃখের;
এটাই জীবন এটাই দর্শন
মেটে না আশা ভুখের।
২০শে জৈষ্ঠ, ১৪৩১,
ইং ০৩/০৬/২০২৪,
সোমবার সকাল ১০:০৭। ২৩৮৯, ২১/১১২,
০৪/০৬/২০২৪।