দফা এক দাবী এক
সকল অন্যায় করব ত্যাগ।
এসো সবাই মানুষ হই
আর মানবতায় হোক ঠাঁই।
অন্যায়ের ওই প্রতিবাদে
সবাই যেন বাদ সাধে।
তবেই মানব জীবন ধন্য হবে
কেউ রবে না বন্য তবে।
সমাজের ভেদাভেদ সব ভুলে
মনুষ্যত্বকে ধর তুলে।
হবে মানুষ নামের সার্থকতা
পাবে সর্বত্রই সফলতা।
এটাই জীবন এটাই পথ
মানব ধর্মের একটাই মত।
এসো সবাই এক মতে চলি
ও নিজেদেরকে মানুষ বলি।
১৭ই ভাদ্র, ১৪৩১,
ইং ০৩/০৯/২০২৪,
মঙ্গলবার রাত ১১:২৪। ২২/১৪৮,
০৪/০৯/২০২৪।