চাকরি চুরি, নীট পরীক্ষা চুরি
চুরির পরে চুরি;
দেখো শাসকরা বসে আছে
হাতে পরে চুড়ি।
ওই কেন্দ্র বলে রাজ্যকে
আর রাজ্য বলে তুই;
কে কারে ছাড়িয়ে যাবে
বুঝি সমান ওরা দু-ই।
হয়তো কেলেঙ্কারির শেষ নাই
যদি সঠিক মানুষ দেখতো;
তবেই দুষ্কৃতির সব কৃতকর্ম দেখে
এই দেশের মানুষ শিখতো।
দেশটা বুঝি পিছিয়ে গেল
কলি থেকে ত্রেতায়;
ওই লক্ষ বছর লাগবে বন্ধু
পথটা মাপতে ফিতায়।
অবিজ্ঞানির বিজ্ঞান চেতনা
একেই বলে হয়তো;
মায়ের গর্ভের সন্তান নয়
এই কথা কি বলতো?
অন্ধকারের ঐ কলির অবতার
আঁধার দিয়ে ঢাকছে;
অন্যজন রাসমণি হওয়ার জন্য
ঘাড় বাঁকা করছে।
এরা করবে দেশের মঙ্গল?
ভাবতেই অবাক লাগছে;
আর ধর্মে ধর্মে বিভেদ টেনে
জনপ্রতিনিধি সাজছে।
চিনতে হবে জানতে হবে
কে কেমন লোক?
এই জনগনকে ঠকিয়ে ওরা
করবে কত ভোগ?
ভোগ বাসনায় লিপ্ত সবাই
দেশ দেখবে কেমন করে?
নিজের উদর ভরেনি আজও
কেমনে গদি থেকে সরে?
সমাজসেবা রাজনীতির কাজ
কিছুই শেখেনি ওরা;
চাবুক মেরে এই ছুটিয়ে চলছে
দেশের রাজনীতির ঘোড়া।
৩১শে জৈষ্ঠ, ১৪৩১,
ইং ১৪/০৬/২০২৪,
শুক্রবার দুপুর১২:৫০।২৪০০,২১/১৩১,
১৫/০৬/২০২৪।