ছোট্ট কালে কী আনন্দ
সবার কাছে পাই;
সেই আনন্দ এই জগতে
আর কোথাও নাই।

সবার আদর ভালোবাসা
পাওয়ায় দেওয়ায় থাকে
মায়ের কোলে বসে ছোট্ট
যখন মা বলে ডাকে।

ছোট্ট থাকতে ইচ্ছা তাই
সময় তাহা দেয় না;
শৈশব থেকে কৈশোরে যেতে
ধরে তখন বায়না।

চাইলেও পারিনা আমরা
মাকে ধরে রাখতে;
দুঃখের দিনে অশ্রু ঝরে
তাই মাকে ডাকতে।

জন্ম মৃত্যু তাইতো খেলে
সময় কালের খেলা;
প্রভাতের পর সন্ধ্যা আসে
যায় কেটে যায় বেলা।

সন্ধ্যাবেলায় ভোরের কথা
তাই তো মনে পড়ে;
ওই অন্ধকারে একা বসে
থাকি তখন ঘরে।

১৬ই ফাল্গুন, ১৪৩১,
ইং ০১/০৩/২০২৫,
শনিবার রাত ১২:৪১, ২৬৬১,
২৪/১৮৭, ০২/০৩/২০২৫।