সৃষ্টির সেই আদিম কাল হতে,
ছন্দটাই তাঁর রয়েছে যে সাথে।

যেদিকে তাকাই দেখিবারে পাই,
       তাঁর ছন্দময় উচাটন;
প্রভাতের রবি যায় অস্তাচলে,
        সেই ছন্দের কারন।

ভাবনায় ছন্দ, বলায় ছন্দ,
         ছন্দেই কবিতা হয়;
কবিদের হৃদয় দিবানিশী জাগি,
        ঐ ছন্দই অন্তরে বয়।

তাই-
সৃষ্টিতে কবিতা, ধ্বংসতে কবিতা,
           কবিতা জগৎময়;
ভাবনার সাথে রয়েছে জড়ায়ে,
           অপরূপ রূপময়।
                        
২৬শে আশ্বিন, ১৪২৪।  
ইং ১৩/০১০/২০১৭,
শুক্রবার, সকাল ৯টা। ২১৬৬, ২৩/১০/২০২৩।