বাস্তবের সাথে ভালোবাসা থাকলে
সফলতা আসে কাজে;
শুধুই বিঘ্ন সৃষ্টি করে ওই অসফলরা
চলার পথের মাঝে।
সফলতার পথে কঠিন লড়াই
অন্তর বাহিরের যোগ;
ধ্যান সাধনা একাগ্রতা থাকলে
পালায় রোগ ভোগ।
বাইরের শক্তি ভিতরের শক্তি
শক্তি ওই মনের;
সকল যুদ্ধ জয় করতে
প্রয়োজন সেই ধনের।
গুণীর গুন চেতনায় থাকে
আর অগুণী অচেতন;
জীবনের সাড়া গুণীর মাঝে
অগুণী মৃতের মতন।
২৭শে ভাদ্র, ১৪৩০,
ইং ১৪/০৯/২০২৩,
বৃহস্পতিবার রাত ১২:১৪। ২১৩০, ১৯/৬৭, ১৬/০৯/২০২৩।