চেতনার উত্তরণ বড় উত্তরণ
চাইলে পরেও হয় না;
দেখে যারা আনন্দ পায়
ওরা সেদিক পানে যায় না।
হয়েও কাছের অতি আপন
তাঁরা কিসের প্রকাশ করছে?
ব্যক্তি ভাবনায় ব্যক্তি চিন্তায়
দেখো ওরাই আজ মরছে।
পরের জন্য যারা ভাবে
ধন্য তারা এই ভূভারতে;
ঋষি মুনি তাঁরাই হয়
দেখতে পাই এই জগতে।
দেখেও যদি কেউ না শেখে
মানুষ বলব কেমনে তাকে?
কাছের বলেই হাতে তালি?
পড়বে একদিন নিজেই ফাঁকে।
এই জগতে কেই বা আপন
দাঁড়াবে না কেউ পাশে এসে;
জীবনের ওই পরম পাথেও
প্লাবিত করুক হৃদয়ে এসে।
ধন্য হবে দেশ ও জাতি
কিছু হয়তো আপন জ্ঞাতি;
রাখবে তুলে মাথায় তাঁদের
হৃদয় আবেগে আনন্দে মাতি।
১৮ই আষাঢ়, ১৪৩১,
ইং ০৩/০৭/২০২৪,
বুধবার রাত ৯:০৮। ২৪২১, ২১/১৮৫,
০৫/০৭/২০২৪।