চেতনায় মানুষ খুঁজে পায়
তাঁর মনের মত ভুবন;
অন্তরের চাহিদা বলে দেয়
কেমন হবে তাঁর জীবন।
জ্ঞানের মান নানান রূপ
বোকার কাছে নাটক;
গরিবের কাছে এটা সংগ্রাম
ধনীর কাছে ফটক।
যে সময়ে বেঁচে আছো
সেই সময়টা ভাল;
সময় এলে দেখতে পাবে
পরপারের আলো।
১৯শে চৈত্র ১৪৩০
ইং ০২/০৪/২০২৪
মঙ্গলবার সকাল ৭:২৮।২৩৪৬,২০/১৯৫,
২২/০৪/২০২৪।