আপন চেতনার আলো জ্বালো
অন্তরের আঁধার সরাতে;
মুক্ত আলোয় যাক ভেসে যাক
দুঃখ যাহা আছে বরাতে।
ভাবছে সবাই কিছু মোর নাই
মিথ্যার উপরে দাঁড়ায়ে;
চলে যেতে হবে দিনক্ষণ কবে?
হাতটা দিয়েছি বাড়ায়ে।
জ্যোতির্ময় আলো পথ দেখালো
আঁধার গিয়েছে কেটে;
বন্ধন বাঁধা ওই কেন শুধু কাঁদা
দেও ফেলে সব ছেঁটে।
যে কদিন বাঁচা হোক সব সাচা
আনন্দে কাটাও দিন;
জীবনের দায় ওই মানুষের রায়
নয় নয় কোন ঋণ।
২৯শে আশ্বিন,১৪৩০,
ইং ১৭/১০/২০২৩,
মঙ্গলবার সকাল ৮:৩৫। ২১৬২,১৯/১৭০,১৯/১০/২০২৩।