যতটা পেরেছো উপরে উঠেছো
আর তো বেশি নয়;
নিচের দিকে দৃষ্টি ফেরাতে
পাও কেন এত ভয়?

এটাই জীবন অনন্য ভুবন
নিয়মে বাধা চারিধার;
সবাই ফিরবে পুনঃ আদিতে
হবেই মানিতে হার।

কেন এত-চাওয়া, পাওয়া,
ব্যক্তিস্বার্থ নিয়ে থাকো?
সবাই আপন সবাই পর
সবাইকে ভালোবাসো।

চোখ বুজে সম্মুখে দেখিলে
দেখবে না কিছু আর;
চেতনার আলোয় নিজেরে দেখো
কেটে যাবে সব ভার।

আলোয় হাসো আলোয় ভাসো
আলোই জগতে সব;
প্রভাতের আলো এলে পরেই
শুনি পাখিদের কলরব।

২রা আশ্বিন, ১৪৩১,
ইং ১৯/০৯/২0২৪,
বৃহস্পতিবার সকাল ৯:০৮। ২৪৯৯, ২২/১৯১,
২১/০৯/২০২৪।