চেনা সুরে অচেনা গান
গাইবো এবার আমি;
চোখের জলে ভাসিও না
সংসার তরী খানী।
যখন ছিলে আমার তুমি
বুকের ভালোবাসায়;
ভাসতাম আমি দখিন হাওয়ায়
বসে আপন দাওয়ায়।
সেই তুমি আজ গেলে চলে
মাঝ দরিয়ায় ফেলে;
গেলাম ডুবে অতল তলে
কেউ তুললো না জাল ফেলে।
জলপরীরা পালিয়ে গেল
আমায় দেখে কেন?
তোমার কথা জানত ওরা
মনে হল যেন।
ভালো থেকো সুখে থেকো
থেকো ক্রন্দন ছাড়া;
আমার স্মৃতি তোমার প্রীতি
না দেয় যেন নাড়া।
১৭ই কার্তিক, ১৪৩১,
ইং ০৩/১১/২০২৪,
রবিবার রাত ১০:১৬। ২৫৪৪, ২৩/১০০,
০৫/১১/২০২৪।