চৈত্রের শেষে বীণায় বাজে
বসন্তের বিষন্ন সুর;
শিমূল পলাশ ফেকাশে হলো
এলো বৈশাখী রোদ্দুর।

তাপ দগ্ধ খাঁ খাঁ দিবস
প্রাণের আবেশ হীন;
ঘরের বাহির হয় না কেহ
কেমনে কাটে দিন?

বৃষ্টি নাই জলের অভাব
বসন্তের চিহ্ন শেষ;
ফুলগুলো শুকায়ে গাছে
চৈতালির দেখি রেশ।

সবুজ দূর্বাগুলো হরিদ্রা হল
বৃষ্টির দেখা নাই;
কালবৈশাখী ও পালিয়ে গেছে
কোথায় তাঁরে পাই?

হাওড় বাওর শুকিয়ে গেল
পাখির দেখা নাই;
মাছরাঙ্গা আর পানকৌড়ির
খুঁজতে কোথা যাই?
১৩ই বৈশাখ ১৪৩১,
ইং ২৬/০৪/২০২৪
শুক্রবার বেলা ১১:১৫। ২৩৫১, ২১/২৪
২৭/০৪/২০২৪।