লক্ষ্য কন্ঠে গীতা পাঠ
সাধু সন্ন্যাসী নিয়ে;
দুনিয়ার হিন্দু এক হও
এই আওয়াজ দিয়ে।
সংঘ দলের প্রচার তাই
বিশ্ব হিন্দুদের কণ্ঠস্বর;
হীনমন্যতার চরম পর্যায়ে
সেই মৌলবাদে নির্ভর।
আর্য যারা এসেছিল তাঁরা
ইরান ইরাক থেকে;
জ্ঞানের চেতনায় অস্ত্রশিক্ষায়
ছিলেন তাঁরা মেতে।
ধর্ম মতের চেতনা ছিল না
ছিল শুধুই মানবতাবোধ
তাই কুরুক্ষেত্র হয়েছিল ধর্মক্ষেত্র
হয় নাই তাহা রোধ।
ধর্মীয় মৌলবাদ করল বিভক্ত
এই সুন্দর মানব সমাজ;
আরেকটা কুরুক্ষেত্র সৃষ্টি হবে
তাই দেখি অমানুষের রাজ।
বিশ্বজুড়ে ধনতন্ত্রের নগ্ন মূর্তি
হিংসা বিদ্বেষ দিয়ে?
আজ ঔপনিবেশিক শক্তি প্রকট
সম্পদের দখলদারি নিয়ে।
আর জনগণের সরকার হয়ে
ব্যক্তি মালিকানা নির্ভর;
ধনী দরিদ্রের লড়াই তীব্র হল
ক্রমে আপন হলো পর।
ধরার সম্পদ সমবন্টিত হলে
থাকিত না বিভেদ আর;
বেকাররা সব সকার হতো
কে নেবে সেই ভার?
কোটি কন্ঠে আওয়াজ তোলো
চাই সমান অধিকার?
দেশের জনগণ সম্পদের মালিক
হবে সবাই আত্মনির্ভর।
কলির কুরুক্ষেত্রে হবে সত্যের জয়
মিথ্যারা যাবে হেরে;
হবে এটাই পরিণতি এটাই বাস্তব
রাখো আত্মবিশ্বাস ধরে।
৬ই পৌষ, ১৪৩০,
ইং ২৩/১২/২০২৩,
শনিবার রাত ১১:৩৩ ২২২৭, ২০/৩১, ২৪/১২/২০২৩।