সময় তোমায় বদলে দেবে
চাও কিংবা না চাও;
যাহা পাওয়ার তাহাই পাবে
এখন পাও কিংবা না পাও।
জীবন ও সময় পরিপূরক
ছাড়ে না কেউ কারো;
সকালের পর সন্ধ্যা আসে
ব্যক্তি ভাবনা ছাড়ো।
ঐ ব্যক্তিস্থিতি নয় যে রীতি
আনন্দ যায় দূরে;
মিলেমিশে থাকতে পারলে
আসবে তাহা ঘুরে।
১১ই অগ্রহায়ণ, ১৪৩০,
ইং ২৯/১১/২০২৩,
বুধবার সকাল ৭:৫২। ২২০২, ১৯/২৫৫, ২৯/১১/২০২৩।