ওই ব্যর্থতায় কষ্ট আসে
আসে দুঃখ মনে;
তাহা থেকে বুঝতে পারি
এই জীবনের মানে।
পড়ে শিখি, শুনে শিখি
ঠেকে শিখি ভাই;
জীবনের পরম পাওয়া
ঐ অভিজ্ঞতা তাই।
চলার পথের পাথেয় সেই
জীবন পথের সাথী
ঝড়ঝঞ্জা সব পেরিয়ে যাই
সুখে দুঃখে মাতি।
সারা জীবন শিখতে হবে
আসবে নতুন ভবিষ্যৎ;
জানতে হবে চিনতে হবে
ভালো মন্দের মত।
যাকে আমরা ধর্ম বলি
সে তো ধর্ম নয়;
ব্যক্তি মানুষের চিন্তা তাহা
মতবাদ যারে কয়।
মানব হিতে লাগে যাহা
বলি মনুষ্যত্ব তারে;
অমানুষরা লড়াই করে
ব্যক্তি স্বার্থে ওরে।
৬ই পৌষ, ১৪৩১,
ইং ২২/১২/২০২৪,
রবিবার বেলা ১:৪৩। ২৫৯২,২৪/২১,
২৩/১২/২০২৪।