মানুষ যদি মানুষ হয়
তাঁদের দুর্বৃত্ত কেমনে কয়?
আমরা যাদের মানুষ বলি
আদৌ তারা মানুষ নয়।
ব্যক্তি ভোগ পশুর রোগ
নাই তাদের বিবেকবোধ;
আসল মানুষ দেখলে পরে
ওই পশুদের বাড়ে ক্রোধ।
মানুষ ধরে জেলে পোরে
নয়তো তারা খুন করে।
সেই অমানুষের চরিত্র এই
চুনকে ভাবে খাঁটি দই।
যারা মা-বোনদের ধর্ষণ করলো
তারাই ইউনুসের বন্ধু হলো?
কোন বিভাগে ফেলবো তাকে
যে অপমান করছে বাংলা মাকে?
সঠিক সময়ে না ধরলে হাল
বাংলায় ফলবে মরুর ফল।
সোনার বাংলার প্রিয় মানুষ
কষ্ট পাবে না ফিরলে হুশ।
১৮ই পৌষ, ১৪৩১,
ইং ০৩/০১/২০২৫
শুক্রবার রাত ১২:১৪। ২৬০৪,২৪/৫১,
০৪/০১/২০২৪।