মানুষের সুগন্ধ মনুষ্যত্ব
মৃত্যুর পরেও থাকে;
ইংরেজিতে এই মানুষেরা
পারফিউম বলে যাকে।

অতীতের সব দার্শনিকদের
গন্ধ আজও পাই;
মানবিকতায় চির জাগ্রত
তাঁদের তুলনা নাই।

রবীন্দ্রনাথ,নজরুল, মাইকেল,
আরো কত কত নাম;
যাদের সুগন্ধে চমৎকৃত
এই স্বর্গীয় ধরাধাম।

১৮ই অগ্রাহায়ন, ১৪৩১,
ইং ০৪/১২/২০২৪,
বুধবার বেলা ১১:৫১। ২৫৭৬, ২৩/১৭৭,
০৭/১২/২০২৪।