সঠিক পথে সঠিক কথা
বলতে হবে আজ;
ধর্ম অধর্ম সকল ছেড়ে
ছাড়তে হবে লাজ।

ছোট্ট জীবন সত্যের বাণী
করব কেন টানাটানি?
আজ কিংবা কাল মরবো
হোকনা সব জানাজানি।

দেশের কথা মায়ের কথা
সন্তানেরই লাগে ব্যথা;
অর্থলোভী ক্ষমতা লোভীর
জানবে সব কথার কথা।

দীঘির জল ঘোলা করে
অনেকেই মাছ ধরে;
ভালো জ্বেলে নয় তারা
একটু ভাবো ঘরে।

পারবে চিনতে ভালো-মন্দ
ফিরবে ঐ চলার ছন্দ;
মানুষ হয়ে মানুষের সাথে
মিলাতে হবে নিজ স্কন্ধ।

১৯শে ভাদ্র, ১৪৩১,
ইং ০৫/০৯/২০২৪,
বৃহস্পতিবার সন্ধ্যা ৬:২০। ২৪৮৪, ২২/১৫৭,
০৬/০৯/২০২৪।