বুদ্ধের বোধি অন্তর শোধি
বট বৃক্ষের মতো;
ওই দূষণ মুক্ত করে সত্য
অন্তর নির্মল তত।

ঈশ্বর নাই জগতের মাঝে
বুদ্ধ বলেছেন বার বার
মানুষকে বোঝাতে চেয়েছেন
মানুষ বন্ধু, মানুষই ঈশ্বর।

ভয়ের আবহে তৈরি ঈশ্বর
থাকে দুর্বলের অন্তর্জুড়ে;
সাহসীকে সে বড় ভয় পায়
আসে না কাছে ঘুরে।

মুক্ত আকাশে মুক্ত মনে
যদি ঘুরতে পারো;
জ্ঞানীগুণী হয়ে বাঁচবে জগতে
সেই সত্যের পথ ধরো।

৩০শে কার্তিক, ১৪৩১,
ইং ১৬/১১/২০২৪।
শনিবার দুপুর ১২:৫০।২৫৬৫, ২৩/১৩৬,
২৬/১১/২০২৪।