দেখে ইজরায়েল আর প্যালেস্তাইন
নতুন করে ঈশ্বরের কথা ভাবি;
সবই কি ভাওতা ঈশ্বর বিশ্বাস-
তবে কোথায় পাব মুক্তির চাবি?
থিওলজি আর ফিলোসফি
ওই আকাশ পাতাল প্রভেদ
একজন মরে অন্ধত্ব নিয়ে
অন্যজন আলোয় পড়ে বেদ।
নিবেদিত প্রাণ ঈশ্বর প্রধান
আজও পায়নি খুজিয়া তাঁরে;
দুঃখের দিনে কত ডেকেছে
থেকেছে বিভোর ধ্যানে ওরে।
দেয়নি সাড়া কঠিন খরা
আজ ভাবি নতুন করে;
যদি হও আত্মার আত্মীয়
এসো না আমাদের দ্বারে।
মিথ্যার পিছে ছুটিব কেন
ওই সত্য আছে চারিপাশে;
বিপদে-আপদে তারাই থাকে
কেন রবো সেই দুরাশাতে?
আজ মনে হয় ভাববার বিষয়
চাই সত্য মিথ্যার প্রমাণ;
সত্য ছেড়ে মিথ্যার পিছনে
আমরা কেন হব ধাবমান?
তুমি ঈশ্বর, আমি ঈশ্বর,
আমাদের ঈশ্বর মানবতা;
ক্ষুদ্র জীবনে কেন ধরে রবো
সেই অবিমৃশ্য চাটুকারিতা?
চেতনার আলোয় যাক কেটে যাক
আমাদের মনের সকল আঁধার ;
তবেই ক্ষুদ্র জীবনে আনন্দে রবো
যাবে কেটে সকল মনের ভার।
হৃদয় খুলে হাসিব আমরা
আর গাইবো প্রানের গান;
সবারে আমরা ভালোবাসা দেব
হোক এটাই মানবতার দান।
শীতের পরে এলো গ্রীষ্ম
তারপরে আসবে বর্ষা;
কালের পরিবর্তন দেবে ভুলিয়ে
এটাই তো মোদের ভরসা।
সুখের পরে ওই কষ্ট আসে
তেমনি কষ্টের পরে সুখ;
এটাই জীবন এটাই বাস্তব
মানুষ ভুলে যাবে সব দুখ।
৫ই চৈত্র, ১৪৩০,
ইং ১৯/০৩/২০২৪,
মঙ্গলবার বেলা ১২:৩২। ২৩১৩, ২০/১৫৪, ২০/০৩/২০২৪।