ন্যায় ছেড়ে অন্যায়ের পক্ষে
সওয়াল করে যারা;
বয়কট করো এবার তাদের
ওরা শিরদাঁড়া হারা।
প্রশ্ন আসে ওরা মানুষ কিনা?
সমাজের জগদ্দল পাথর;
হাতুড়ি মেরে গুড়িয়ে ফেল
ছড়াও ন্যায়ের আতর।
মা অভয়াকে মেরে ফেলে
পূজায় ফেরার কথা বলে;
শোকের দিনে আনন্দ করে
কোন জাতের জীব হলে?
করতে হবে পূজা বয়-কট
সমাজে মানুষ যারা আছো;
অভয়া যে সেই মা দুর্গ
এবছরটা মায়ের নামে বাঁচো।
২৪শে ভাদ্র, ১৪৩১,
ইং ১০/০৯/২০২৪,
মঙ্গলবার সকাল ১০:৫২। ২৪৯১, ২২/১৬২,
১৩/০৯/২০২৪।