সমাজে খিদের জ্বালায় মানুষ চুরি করে
সিআইডি, পুলিশ, তাঁদের ধরে জেলে পুড়ে।
যারা ক্ষমতায় থাকার জন্য ডাকাতি করে
তাঁরা এই সমাজে ঘুরে বেড়ায় পাখা মেলে।
ডাকাতদের সাগরেত হয় ধনী কর্পোরেটরা
আর উদ্দেশ্য তাঁদের টাকার পাহাড় গড়া।
বন্ডের নামে দানে ধ্যানে যোগায় অর্থ
তাই দিয়ে ডাকাতরা করে তাঁদের ব্রত।
ধর্মের নামে কর্মের নামে ওই বিভাজনে
এমনি করেই চলে তাদের ব্রত মনে মনে।
এই যদি হয় মানবতার ওই পৃষ্ঠপোষকতা
সমাজে ওরা রেখে যেতে চায় কোন বার্তা?
ওরা মুখে বলে দেশ জাতি এক পরিবার
তবে কেন আনে বিভাজন মাঝে সবার?
এরা দেশের মঙ্গল চায় কোন ভাবনায়?
সবকিছু করে এরা আত্মসুখের ঐ চেতনায়।
কি দায় মোদের বসাতে হবে ওদের ক্ষমতায়?
অন্যায় ওই পাপের বোঝা, কেন বইবো মোরা?
জীবন ছোট্ট অতি, জাগাও সবার এবার মতি
আর তবেই বাড়বে দুঃখের চাইতে সুখের গতি।
বলছি এবার - ও জনগণ অমূল্য এই জীবন ধন
হারিয়ে গেলে আর পাবে না লড়তে হবে কঠিন রণ।
নাই সময় জাগো এবার মুক্ত হতে হবেই সবার
হাতে হাতে হাত মিলিয়ে আদায় করো নিজ অধিকার।
২রা চৈত্র, ১৪৩০,
ইং ১৬/০৩/২০২৪,
শনিবার সকাল ৯:২৬। ২৩১১, ২০/১৪৪, ১৮/০৩/২০২৪।