সম্মুখে চলা সহজ হবে
অতীতের বোঝা ছাড়লে;
অতীত বর্তমান খিচুড়ি হবে
বোঝা না ছাড়তে পারলে।
যেখানে যেটা নামাতে হবে
নামিয়ে যাও ক্রমে;
আর তা না হলে কষ্ট হবে
শুধুই নিজের ভ্রমে।
জীবন তরীতে কত যে বোঝা
তুলে নিতে হয়;
ঘাটে ঘাটে তাহা নামাতে হবে
ইচ্ছা বা অনিচ্ছায়।
ওই বহন ক্ষমতা সীমাবদ্ধ
বেশি বইতে পারবেনা;
না হলে সলিল সমাধি হবে
কেউ তো বাঁচাবে না ।
২৬শে জৈষ্ঠ,১৪৩১,
ইং ০৯/০৬/২০২৪,
রবিবার সকাল ৮টা। ২৩৮৫, ২১/১২১
১০/০৬/২০২৪,