মাতৃ সমা কন্যারা সব
থাকে অন্তর মাঝে;
মা, মা, বলে ডাকলে পরে
ছুটে আসে কাছে।

মায়ের স্থান তারাই নেয়
মাতা-পিতা ছোট হয়;
কন্যারা সব ধরার স্বর্গ
এবং গরীয়সী নিশ্চয়।

ধন্য পিতা-মাতা ধন্যা কন্যা সন্তান
আর ধন্যা ধরণী;
সন্তান হিসেবে কন্যারাই শ্রেষ্ঠ
সুখের হয় সরণী।

৬ই আশ্বিন, ১৪৩১,
ইং ২৩/০৯/২০২৪,
সোমবার সকালে ৯:৩৫। ২৫০৩, ২২/১৯৬,
২৫/০৯/২০২৪।