শৈশব থেকে চলা শুরু
বৃদ্ধতে হয় শেষ;
এরই নাম জীবন পথ
আছি আমরা বেশ।
বিন্দু থেকে সিন্ধুর সৃষ্টি
ভাবতে অবাক লাগে;
আদি অন্ত এ কোন মন্ত্র
মানুষ চেতনা মাগে।
আসার সময় এই জগতে
কিছুই আনি নাই;
যাবার সময় আবার আমরা
সবই ফেলে যাই।
যোগ বিয়োগের এমন খেলা
বুঝিনা ঐ ছলাকলা;
সুখের পরেই দুঃখ আসে
তবু ও ভাসাই ভেলা।
২৩শে জৈষ্ঠ,১৪৩১,
ইং ০৬/০৬/২০২৪,
বৃহস্পতিবার বেলা ১১:৪২। ২৩৯২, ২১/১১৬
০৭/০৬/২০২৪।