বুকের জমাট বাঁধা শব্দগুচ্ছ
মৌনতার মাঝে চেতনায় এসে
নাচায় তাঁদের ময়ূর পুচ্ছ।
প্রকাশ পেতে চায় যে তাঁরা
ঐ মুক্তাকাশে আপন হারা
প্রাণের জোয়ার বইছে ধীরে
ভালোবাসার ঐ নয়ন নীরে।
ভাসিয়ে নেয় এই জগৎটাকে
সকল অব্যক্ত ব্যক্ত করে
জয় করে নেয় সবার হৃদয়
মনের আবেগ প্রাণে ধরে।
৭ ই আশ্বিন, ১৪৩০,
ইং ২৫/০৯/২০২৩,
সোমবার রাত ১০:৩৪। ২১৩৯, ১৯/৮৯, ২৬/০৯/২০২৩।