সরকার ক্ষমতায় আসা থেকে
ধ্বংসের মুখে রাজ্য;
ওই সারদা থেকে শুরু করে
দেখো তাদের কার্য্য।
সকল শিক্ষা গেল অধঃপাতে
কয়লা, গরু, বালি;
তার ফলে মন্ত্রী নেতা
টানছে জেলের ঘানি।
গ্রাম গঞ্জের সব অত্যাচার
কাঠ মানিরই দাপট;
পেশী শক্তির উত্থান তাই
রাজ্য দিচ্ছে সাপোর্ট।
আর গ্রাম থেকে গ্রামান্তর
বানিয়েছে সন্দেশখালি;
চাষের জমি ভেরি হলো
চলছে জুলুমবাজি।
মা বোনের উপর অত্যাচার
নয় গো শুধু ওই গ্রামে;
পুরা রাজ্যটাকে শেষ করবে
যায়নি আজ ও থেমে।
শহর ও তাই দেখলো আজ
মা অভয়ার রূপ;
তার খুনধর্ষণের বিচার চেয়ে
জ্বালাও বাতি-ধুপ।
রাস্তা দখল, রাত্রি দখল,
দখল ভোরের আলো;
ঝেটিয়ে বিদায় করতে অন্যায়
সময় বুঝি এলো।
নীলপাড় সাদা শাড়ি দেখলে-
লাগে প্রাণে ভয়;
এর সংস্পর্শে এলে পরেই
হবে মূল্যবোধের ক্ষয়।
প্রমাণ মিলল উচ্চ আদালতে
দেখল সবাই তাহা;
থাকলো না তো বলার কিছু
শুধুই বলবো আহা!
২৬শে ভাদ্র, ১৪৩১,
ইং ১২/০৯/২০২৪,
বৃহস্পতিবার সকাল ১০:৫২। ২৪৯২, ২২/১৬৭,
১৪/০৯/২০২৪।