মানুষকে হত্যা করে রাষ্ট্র ক্ষমতায়
টিকে থাকা জাতির নামে, ধর্মের
নামে বর্বরতা, উগ্রবাদ, পশুত্বের
সমান। বিবেকানন্দের উপদেশ
অনুসারে -" মানুষকে হত্যা করে
ধর্মকে রক্ষা করার চাইতে ধর্মকে
হত্যা করে মানুষকে রক্ষা করা বেশি
পুন্যের কাজ। সারদা কেলেঙ্কারি
থেকে শুরু করে শিক্ষা, চাকরী,
কয়লা, বালি, গরু এবং পরিশেষে
বালুর রেশন কেলেঙ্কারি আর
হাওলার মাধ্যমে বিদেশে অর্থ
পাচারের যাবতীয় কেলেঙ্কারি
মানুষ হিসাবে জঘন্য অপরাধ
কারবারি। একটা গোটা শাসক
প্রশাসক জড়িত এই চরম দুর্নীতির
সাথে। আবার যারা সরকারি
তহবিল তছরুপ করে, সরকারি
প্রতিষ্ঠান ব্যক্তি মালিকানায় বিক্রি
করে নিজের স্বার্থ গোষ্ঠী স্বার্থ
বজায় রাখে, জানিনা কিভাবে কি
শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে।
কষ্টকর ফাঁসির শাস্তি তাই
পরিবর্তনের জন্য বোধ হয় এখন
থেকেই সংশোধন করার চেষ্টা
চলবে মনুষ্যত্বের দোহাই দিয়ে।
দেশবিরোধী জাতি বিরোধী যে
প্রবণতা শুরু হয়েছে তাহা রুখতে
গেলে অসুখের মূল অবশ্যই
উৎপাটন করতে হবে। প্রয়োজনে
রাস্তায় ফেলে অথবা ফাঁসি কাষ্ঠে
ঝুলিয়ে সেই অসুখের জীবাণু
গুলোকে মারতে হবে। এছাড়া
ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর আর
কোনো রাস্তা নাই। মানুষ হিসেবে
নিজেকে পরিচয় দিতে গেলে সত্যের
পথ নিতেই হবে আর তাতে ব্যক্তি
স্বার্থ, দল-মত এমনকি অতি প্রিয়
আপনজনদেরও হারাতে হতে
পারে। ভবিষ্যতের স্বার্থে মানুষের
মঙ্গলার্থে প্রকৃত মানুষের কাছে এর
বিকল্প কিছু নাই। বিবেক বুদ্ধি
সম্পন্ন মানুষের কাছে বিচারের
অপেক্ষায় থাকব বসে।
১৫ই কার্তিক,২৪৩০,
ইং ০২/১১/২০২৩,
বৃহস্পতিবার বেলা ১১:২৪। ২১৭৬, ১৯/২১৪,০৩/১১/২০২৩।