বস্তাবন্দি টাকা মেলে
হাইকোর্টের বিচারপতির ঘরে
পুলিশ কমিশনারের জানানের পরেও
প্রধান বিচারপতিরা থাকে চুপটি করে।

উপরন্তু বলে তারা
সংবাদ গুজব ও বিভ্রান্তি ছড়ায়;
এই যদি হয় বিচারপতিদের ভাবনা
তাহলে কি জনগণ নেবে এই বিচারের দায়?

এলাহাবাদ হাইকোর্ট থেকে এসেছিলেন
বিচারপতি যশবন্ত ভার্মা;
সুপ্রিম কোর্ট ফিরাতে চায় পুনঃ এলাহাবাদে
এলাহাবাদের উকিলরা বলে আর না।

একটা চিনিকলের নন এক্সিকিউটিভ ডিরেক্টার ছিল
এই বিচারপতি যশোবন্ত ভার্মা
তারই সময় ৯৭.৮৫ কোটি লোপাট হয়
সেই টাকা খুঁজে পাওয়া যায় না।

২০২৪ এ এসে সিবিআই তদন্ত শুরু করে
দুই হাজার আঠারোর  মামলা নতুন করে;
তার উপরেও ভারতের প্রধান বিচারপতি
বলো - কেন স্থগিতাদেশ জারি করে?

চারিদিকে বিচার ব্যবস্থার এই রূপ দেখে
তার স্বচ্ছতা নিয়ে স্বভাবতই প্রশ্ন ভাসে;
আমরা মানুষ গরিব যারা এই জগতে
অসাধু বিচারকদের রায়ে তাই প্রশ্ন আসে।

শাসক, প্রশাসক যদি সঠিক না হয়
তবে অসাধু ব্যবসা চলতে থাকবে;
আর তারা ক্ষমতায় টিকে থাকতে
কাজের বদলে গরিবদের ঘুষ বিলাবে।

জীবন যন্ত্রণার আবহে বড় হচ্ছে
মানুষের লড়াইয়ের ওই বৃত্ত;
চেতনা সম্পন্ন ওই মানুষকে আজ
ঠিক করতে হবে আগামী দিনের কৃত্য

১৩ই চৈত্র, ১৫৩১,
ইং ২৭/০৩/২০২৫,
বৃহস্পতিবার বিকেল ৫:৫৭

বিশেষ দ্রষ্টব্য -
দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মা,
প্রধান বিচারপতি ডি,কে, উপাধ্যায় ও
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে জানান দিল্লির পুলিশ কমিশনার
ছবি ও ভিডিও দেখিয়ে তবুও বিচারপতিরা বলেন সংবাদ গুজব ও বিভ্রান্তিকর। ১৪ই মার্চ ঘটনা ঘটে, 15 ই মার্চ পুলিশ কমিশনার রিপোর্ট করে, একুশে মার্চ সুপ্রিম কোর্ট দাবি করে সংবাদ গুজব ও বিভ্রান্তি ছড়াচ্ছে।
এই হল বর্তমান ভারতবর্ষের শীর্ষ বিচারালয়ের বিচারপতিদের মান।

Verdicts of the Judges arouse question
              Jagrata Bibek

Bundles of cash are found,
In the High Court judge’s ground.
Even when the commissioner speaks,
The Chief Justices stay discreet.

Instead, they claim—
News spreads rumors, false and vain.
If this is how they think and act,
Should people trust their legal pact?

From Allahabad High Court he came,
Justice Yashwant Verma, his name.
The Supreme Court wants him back,
But Allahabad’s lawyers push the truck.

Once a non-executive director he stood,
In a sugar mill, where money brewed.
Ninety-seven crores vanished away,
No trace of where the funds did stray.

In 2024, CBI reopens the case,
A probe from 2018 picks up pace.
Yet India’s Chief Justice asks—why?
And grants a stay order, standing by.

With such corruption in legal halls,
Doubts on justice naturally fall.
For the poor, the helpless, in this land,
Can verdicts of such judges stand?

If rulers and lawmen go astray,
Corrupt businesses find their way.
To stay in power, they devise a scheme—
Bribing the poor, crushing their dream.

Through the agony of life’s cruel art,
Battles of truth tear souls apart.
Awakened minds must rise and see,
To shape tomorrow’s destiny.

13th Chaitra, 1531
March 27, 2025,
Thursday, 5:57 PM
২৬৮৬, ২৫/৫১, ২৮/০৩/২০২৫।