কে দেবে মূল্য আমার অশ্রু জলের?
বক্ষ ভাসে ভাবতে গেলে।
খুন ধর্ষণ চারিদিকে
যেন মনে হয় শুয়োরের খোয়ার!
ভাবতে অবাক হই আমরা কে কার?
দেখলাম ওই বিভৎস আর জি কর।

প্রহসণ কাকে বলে? শাসক প্রশাসক মিলে
দেখলো চিনলো এই জগতের মানুষ
তবুও কি ফিরিছে এই মানুষের হুশ?

ন্যায়কে দূরে ঠেলে অন্যায়কে নিল কোলে তুলে
কি করে বলি এরা মানুষ?
বলতে লজ্জা হয়, ভাবতে পাই ভয়
যারা চারিপাশে হাটে চলে
বিচারকের আসনে বসে ন্যায়কে অন্যায় বলে
তাদেরকে সত্যিই মানুষ বলা যায়?

মান, হুশ, বিবেক, বোধ, সবই কি হল রোধ?
একি আমাদেরই জমানো পাপের ফল
আজ ওই প্রকৃতি নিতে চায় শোধ?

দেখো চেয়ে চারিদিকে ধ্বংসযজ্ঞ আছে লেগে
তাই শুনি হাহাকার রব!
শুধু কি ক্ষণিকের অপেক্ষায় শেষ হবে সব?

নির্বোধরা ফেটে পড়ে অট্টহাস্যে
শোষিতের রক্ত মেখে হাস্যলাস্যে।
বীভৎস শব্দ তার, মহা বিস্ফোরণ মেনেছে হার
পশ্চাতে রয়েছে বুঝি তারকা রাক্ষসী আর।

তবুও বিচার চাই যদি সে সুযোগ পাই
এসো আরবার সবাই উঠে দাঁড়াই।

৪ঠা মাঘ ১৪৩১,
ইং ১৮/০১/২০২৫,
শনিবার অপরাহ্ন ১:৪৯। ২৬১৯, ২৪/৮৬,
১৯/০১/২০২৫।