জীবন সঙ্গীর বন্ধনে বাঁধা
এই ছোট্ট জীবন;
ছন্দে তালে চলতে পারলে
অটুট সেই বন্ধন।
আনন্দের সেই হীরা মুক্ত
কোথাও পাবেনা আর;
হারিয়ে গেলে সেই খনি
দেবে না কেউ ধার।
তাই যতদিন বাঁচা আনন্দে বাঁচা
নিরানন্দ মোটেই নয়;
অর্থকড়ি ওই দু দিনের তাহা
ভালোবাসার হয় জয়।
হাসিখুশিতে ভরে রাখো
হাতে গড়া সংসার;
শেষের দিনও আনন্দ পাবে
দুঃখ রবে না আর।
একা একা যায় না বাঁচা
হয় বন্ধুর প্রয়োজন;
ফলে বিয়ে, আর সংসার,
তাই এত আয়োজন।
১০ই আশ্বিন, ১৪৩০,
ইং ২৮/০৯/২০২৩,
বৃহস্পতিবার বেলা ১২:৫০। ২১৪৫, ১৯/১০৬, ০২/১০/২০২৩।