মানব-ই শুধু বেঁচে থাকে
ওই মনুষ্যত্ব নিয়ে;
বিবেক আর বিচার বোধ
জগতে ছড়িয়ে দিয়ে।
ভালো মন্দ ও সত্য মিথ্যা
সবার উপর থাকে;
মানব চরিত্রের বৈশিষ্ট্য সেই
বলি আমরা যাকে।
যেই অমানবিক চেতনা বোধ
মানুষকে অমানুষ করে;
পশুর চরিত্রেই দেখি তাহা
ঘটায় গায়ের জোরে।
সমাজ ভাঙ্গে, জাতি ভাঙ্গে,
ভাঙে শান্তির ণীড়;
তপ্ত হওয়ায় ভাসায় জগত
ভাবে ওরাই বীর।
ধরায় সৃষ্টি হয় ভাল কিছু
মানবের হাত ধরে;
অমানবিক ভাবনায় তাহা
আসে খাদের কিনারে।
৫ই পৌষ, ১৪৩১,
ইং ২১/১২/২০২৪,
শনিবার রাত ১১:০৬। ২৫৯১,২৪/ ১৯
২২/১২/২০২৪।