আমরা যেন হারিয়ে যাচ্ছি গভীর অন্ধকারে,
শ্যামা, উমার, আসা যাওয়ায় আলো ফিরলনা রে।
দেশের গরীব সে যে গরীবই রইলো
দু মুঠো খাবারের অন্ন পেল না;
জীবনের শেষ সম্বল দিয়ে পূজা করে
অশ্রু জলে ভাসিয়ে দিয়ে ডাকলো তাঁরে মা।
অশিক্ষিত বর্বরেরা শাসক হোলো, শোষক হলো,
আর কোটি কোটি টাকার মালিক হলো,
কিন্তু গরিবের কপালে কিছুই জুটলো না।
ধর্মের নামে, কৃষ্টির নামে, ডাকি ঈশ্বর আল্লাহ বলে
কি পেয়েছি আমরা এই জগতের মানুষেরা?
জীবন দেব, রক্ত দেব, নিজ বাসস্থান থেকে তাড়া খাব
আর ভালো থাকবে, সুখে থাকবে জটিল কুটিল ওই তাঁরা।
কোটি কোটি জনগণের টাকা খরচ করে
মাটির তৈরি পাথরের তৈরি মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার তরে;
নাই ভ্রুক্ষেপ সেই মানুষের প্রতি
যারা শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে সরকারের গোলা ভরে।
একেই বলবো সরকারের নীতি,
আর ওই সুপ্রাচীন ধর্মের কৃষ্টি?
এবার আসুক নেমে অগ্নিবৃষ্টি ধ্বংস হোক সব অনাসৃষ্টি।
মানুষের মঙ্গলের জন্য ভাবে যারা
মনুষ্যত্ব আর বিবেক বুদ্ধি নিয়ে ওঠো জেগে এবার তাঁরা
তা না হলে তো উপায় নাই
কাঁটাতে এই কঠিন খরা।
১৭ই কার্তিক,১৪৩৯,
ইং ০৪/১১/২০২৩,
শনিবার সকাল১০:৪৩। ২১৮০, ১৯/২১৮, ০৭/১১/২০২৩।