বিবেক বিহীন চিন্তা চেতনা
মানুষ করিছে ভ্রমে;
রিপুর তাড়নায় ভালোকে ছেড়ে
পঙ্কে নামিছে ক্রমে।

রীতিনীতি সব ফেলে পশ্চাতে
ছুটিছে অন্দ্ধ মোহে;
ভুলে গিয়ে আনন্দের সৃষ্টিরে
দুঃখ পরাণে সহে।

ভালোকে ভালো মন্দকে মন্দ
কজন বলিতে পারে?
নীরব বেদনা বিবেকের চেতনা
তাড়িয়ে বেড়ায় যারে।

নিজের কথা ভাবে না সে জন
পরের কথাই ভাবে;
আপন পর ওই হয় একাকার
যখন চেতন বৃত্তেরবে।

১৪ই ফাল্গুন, ১৪২২,
ইং ২৭/০২/২০১৬,
শনিবার সকাল সাতটা।২৩১০, ১/১৬২, ১৭/০৩/২০২৪।