চেতনার ওই ফুল
সুন্দর কানের দুল।
সাঁতার কাটার ইচ্ছা
ভুল করলে কেচ্ছা।
আবেগ ভরা মন
ঝোপ ঝাড় বন;
সুযোগ পাওয়া কঠিন
না হলেই ডন।
ভাবলে মন দিয়া
কাঁদে সবার হিয়া।
গ্রামের কত কথা
জাগে প্রাণে ব্যথা।
আর কথা নয়
শীতল হাওয়া বয়।
চুপটি করে থাকা
মনে মনে ভাবা।
৪ঠা পৌষ, ১৪৩০,
ইং ২১/১২/২০২৩,
বৃহস্পতিবার রাত ৮:৪১। ২২৩৮, ২০/৪৭, ০৫/০১/২০২৪।