ভ্রমণযাত্রী আমরা সবাই
ধরায় ঘুরে বেড়াই;
সময় এলে ফিরবো ঘরে
করিস না আর বড়াই।
দুদিনের এই আনন্দ ভ্রমন
স্বর্গ উদ্যান ধরা;
দুঃখ কষ্টের সৃষ্টি করে
হেথায় দুর্বৃত্ত যারা।
পরের সুখে কষ্ট তাদের
অনাচারটাই ভালো;
ঐ অন্ধকারের জীব তারা
ভালবাসে কালো।
দিনের আলো ফুরিয়ে এলে
আঁধার আসে নেমে;
দেহের শক্তি হয় নিঃশেষিত
শরীরটা যায় ঘেমে।
এমন সুন্দর জীব দেহ
হয় যে দেখি জড়ো;
তবু কেন ফেরেনা জ্ঞান
হলেও আমরা বড়?
২৩শে পৌষ, ১৪৩১,
ইং ০৮/০১/২০২৫,
বুধবার দুপুর ১১:৩৩।২৬১০, ২৪/৬২,
১০/০১/২০২৫।