আমরা যাকে ধর্ম বলি
তা তো ধর্ম নয়;
তাহা কোন মানুষের মতবাদ
কেউ আপন করে নেয়।

যখন ভালো মন্দ বুঝতে পারে
পুরানো ছেড়ে নতুন ধরে;
মানুষ যেমন ছিল তেমনি থাকে
নতুন ভাবনায় আবার চলে।

নানান গুরুর নানান মতবাদ
স্কুল-কলেজে যেমন পাই;
কোন শিক্ষককে খারাপ বলি
আবার কোন শিক্ষকে নেই ঠাঁই।

ওই নানান যুক্তি নানান ভাবে
আমাদের কাছে উঠে আসে;
আবার একই মায়ের সন্তান হয়ে
ভিন্ন ভাবনা মনে ভাসে ।

তাই বলে কি রক্তের সম্পর্ক
কোন ভাবে ভিন্ন হয়?
ভাবনা মোদের ভিন্ন হলেও
মিলনেই আসে জয়।

মানব ঐক্য আর ঐ ভ্রাতৃত্ববোধ
মতবাদ যেন না করে রোধ;
তবেই মনুষ্যত্বে ও বিবেক বোধে
মানব ঋণ পারব করতে শোধ।

১০ই জৈষ্ঠ, ২৪৩১,
ইং ২৪/০৫/২০২৪,
শুক্রবার সকাল১০:২০। ২৩৭৯, ২১/৮৪
২৫/০৫/২০২৪।