চলনে বলনে অতি সজ্জন
অন্তরে মন্তরে যেন রাবণ
এটাই প্রকৃতি চিনে নাও কুজন।
কঠিন বাস্তব দুঃখের আবরণ
থাকেনা সাজানো দিয়ে আভরণ
এর-ই মাঝে চিনতে হবে সুজন ।

দেখো চারিপাশে দাঁড়ায়ে আছে
নানা রঙের মুখোশে মিশে
দেবেনা কেউ তোমাকে দিশে।
চিনে নিতে হবে প্রয়োজন যবে
নিজেরে জানিবে নিজেরে চিনিবে
মঙ্গল চেয়েছে বলতো কে কবে?

বড় দুর্লভ ওঠে সেই রব
ভোগ বাসনায় জড়ায়ে সব
পাবেনা হেথায় সেই কুশ, লব।
আঁধারের বেড়া ভাঙিতে হবে
আত্মচেতনায় জাগিবে তবে
তবেই আনন্দে ভ্রমিবে ভবে।

১৫ই জৈষ্ঠ, ১৪৩১,
ইং ২৯/০৫/২০২৪,
বুধবার সকাল ৯:৩৫। ২৩৮৪, ২১/১০০
৩০/০৫/২০২৪।